আগামী ২৭ জুলাই লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭টি মনোনয়নপত্র লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও রিটার্নিং অফিসার (গড্ডিমারী ইউনিয়ন পরিষদ-২০২৪) এর কার্যালয়ে জমা পড়েছে।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন- মোঃ রনি হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সামছুল হুদা, মোঃ আকবর হোসেন, আবু তাহের মোঃ শফিকুল ইসলাম, মোঃ সহিদুল ইসলাম, মোঃ আকতার হোসেন খন্দকার। তবে মনোনয়নপত্র ক্রয় করেও জমা দেননি মোঃ হুমায়ুন কবির মাসুম।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ-২০২৪ এর রিটার্নিং অফিসার মোঃ রাশেদ খান বলেন, ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬ জুলাই যাচাই-বাছাই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১১ জুলাই প্রতীক বরাদ্দ। আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এ উপ-নির্বাচনের তফসিল মোতাবেক ভোট হবে।
উল্লেখ্য যে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে পদটি শূন্য থাকায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিস উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.