শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে অটোবাইক সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে? লালমনিরহাটে বাধা পেয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই ফিরে গেলেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা! লালমনিরহাটে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের উপদেষ্টা হলেন অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাটে পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে! যানজটে নাকাল লালমনিরহাট জেলা শহরবাসী লালমনিরহাটে জমি জবর দখলের চেষ্টা ও ভয়ভীতির হুমকির অভিযোগে মামলা! লালমনিরহাটে দুঃস্কৃতিকারী ও দস্যু প্রকৃতির সংঘবদ্ধ অপরাধীর বিরুদ্ধে ২লক্ষ টাকা চাঁদার অভিযোগে মামলা! লালমনিরহাটে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত লালমনিরহাটের নদীগুলোর চরের মানুষের নানান সমস্যা! লালমনিরহাটে ১৫হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে তামাক চাষী বিরুদ্ধে!
লালমনিরহাটে ১৫হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে তামাক চাষী বিরুদ্ধে!

লালমনিরহাটে ১৫হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে তামাক চাষী বিরুদ্ধে!

কন্ট্রাককৃত অর্থ না দেয়ায় লালমনিরহাটে ১৫হাজার টাকার আত্মসাৎ এর অভিযোগ উঠেছে তামাক চাষী এক কৃষকের বিরুদ্ধে।

 

মঙ্গলবার (২৫ জুন) লালমনিরহাট সদর থানায় লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত- কছের আলীর পুত্র মোঃ আঃ মালেক (৬০) নামের এক ভুক্তভোগী এ অভিযোগ দাখিল করেছেন।

 

ভুক্তভোগী মোঃ আঃ মালেক স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করেন যে, আমার বসত বাড়ীর উত্তর পার্শ্ব সংলগ্ন আমার নামীয় জমিতে গত ভুট্টার মৌসুমে ভুট্টাক্ষেত রোপন করার জন্য ৭০শতক জমি ট্রাক্টর দ্বারা ৪ চাষ করা হয়। যা চাষ করতে ৪হাজার টাকা খরচ হয়। এরই মধ্যে বিবাদী- লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ইটাপোতা এলাকার মৃত তাহের আলীর পুত্র মোঃ নুরজামাল ঘুটু (৪০) আমার কাছে এসে একখন্দের জন্য তামাকের আবাদ করবে বলে কতিপয় লোকজনের সামনে ২০হাজার টাকা কন্ট্রাক হওয়ার পর অনেক পরে কন্ট্রাকের অর্ধেক ১০হাজার টাকা প্রদান করে কিন্তু জমি চাষ করা বাবদ ৪হাজার টাকা প্রদান করে নাই। পরে বিবাদী তামাকের ক্ষেত উঠিয়ে নিয়ে যাওয়ার পরেও কন্ট্রাকের পাওনা ১০হাজার টাকা, পানি সেচের ১হাজার টাকাসহ মোট ১৫হাজার টাকা আমাকে প্রদান না করে বিভিন্ন ধরনের কথা বার্তাসহ হুমকি প্রদর্শন করে। আমি বিষয়টি স্বাক্ষী লালমনিরহাটের বনগ্রামের মৃত- মকবুলের পুত্র মোঃ আঃ হক, মৃত আবুল কালামের পুত্র মমিনুল, আঃ খালেকের পুত্র হিরাসহ আরও অনেক লোকজনের জানাইয়া বিবাদীর কাছে আপোষের মাধ্যমে আমার পাওনা ১৫হাজার টাকা পাওয়ার চেষ্টা করেও না পেয়ে অতপর এ অভিযোগ দাখিল করেছি।

 

জমির মালিক আঃ মালেক বলেন, আমার অভিযোগের বর্নিত বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আমার পাওয়া ১৫হাজার টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।

 

এদিকে, মোঃ নুরজামাল ঘুটু’র এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মাঝে সমালোচনা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগ এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করেন স্থানীয়রা।

 

প্রসঙ্গত, অভিযোগের ৬দিনেও মামলা আমলে নেয়নি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone