লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) গভীর রাতে একদল বাংলাদেশী গরু পারাপারকারী কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯নং সীমানা পিলার দিয়ে ভারতের ভিতরে অনু প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮বিএসএফের ওয়েষ্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম (৬০)। পরে নিহতের সহযোগীরা মরদেহটি দ্রুতই বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে রেখে দেয়। খবর পেয়ে গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ বাংলাদেশের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত নুরুল ইসলাম কালীগঞ্জ উপজেলার লোহাকুচি গ্রামের মৃত মঈন উদ্দীন এর ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কমান্ডার পর্যায়ের কর্মকর্তার সাথে কথা বলে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। হয়তো দুপুরের পর বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.