লালমনিরহাটে ৫৭লাখ ৬হাজার ৩শত ৭৩টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট। তবে বিদ্যুৎ বিল পরিশোধ ছাড়াই আবার সংযোগ দেয়া হয়।
মঙ্গলবার (২৫ জুন) দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ের পাওয়ার হাউসের প্রধান সংযোগ বিচ্ছিন্ন করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট এর বিক্রয় ও বিতরণ বিভাগ।
জানা যায়, লালমনিরহাট রেলওয়ে বিভাগ গত ৩ মাস থেকে বিদ্যুৎ বিল বকেয়া রাখে। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট এর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে একাধিকবার বার নোটিশ দিয়ে তাগিদ দেওয়া হলেও বকেয়া ৫৭লাখ ৬হাজার ৩শত ৭৩টাকা পরিশোধ করা হয়নি। পরে লালমনিরহাট রেলওয়ের পাওয়ার হাউসের মেইন সংযোগ বিচ্ছিন্ন করে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ। এরপরে দীর্ঘ সময় জেনারেটরের সাহায্যে ঢাকাগামী ট্রেনসহ আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়।
লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে জানতে পারি, বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে পুরো রেল বিভাগের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে দীর্ঘ ৭ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো স্টেশন।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খায়রুল আলম জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা রাত ৯টার দিকে সংযোগ দেন।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় জানান, গত ৩ মাস থেকে বিদ্যুৎ বিল দেয়নি রেল বিভাগ। তাই মঙ্গলবার দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরে রেল বিভাগ বিল পরিশোধের আশ্বাস দিলে বিদ্যুৎ সংযোগ পুনঃরায় স্থাপন করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.