তিস্তা-লালমনিরহাট-বুড়িমারী লালমনিরহাটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জাতীয় মহাসড়ক। এটি মহেন্দ্রনগর থেকে মোস্তফি যাওয়ার জন্য বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হয়। বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে যাওয়া এই জাতীয় মহাসড়কের আশেপাশে কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘ যাবৎ সড়কটিতে অর্ধেক অংশ দিয়ে যাতায়াত করা গেলেও অপর অর্ধেক অংশে চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে রয়েছে। সেই সাথে রাস্তার উপর একটি ঢালাই/ মিক্সার মেশিন কাজ শেষেও রাস্তায় পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে রয়েছেন এই জাতীয় মহাসড়ক দিয়ে চলাচলকারীরা।
সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর খান মার্কেট সংলগ্ন মহাসড়কটির ঢালাই এর শেষ অংশে এ অবস্থা। জাতীয় মহাসড়কের কাজ শেষে ঢালাই/ মিক্সার মেশিন সেভাবেই রয়েছে। ঢালাই রাস্তা তৈরি করা হলেও গাড়ি উঠার স্লোপের কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। সার্বিকভাবে এই সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
উল্লেখ্য যে, লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার এর উদাসীনতাই জাতীয় মহাসড়কে যাতায়াতকারীর ভোগান্তিতে পড়ছে?
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.