লালমনিরহাটে ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ। আমাদের জীবনের হাজারও প্রতিকূলতার মাঝেও ঈদ বয়ে আনুক সুখ, শান্তি ও নির্মল আনন্দ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে বর্ণাঢ্য, মনোমুগ্ধকর এবং জমজমাট ঈদ আনন্দ উৎসব ২০২৪-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রবিবার, সোমবার ও মঙ্গলবার (২৩, ২৪ এবং ২৫ জুন) সকাল ১০টায় লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে লালমনিরহাট ঈদ আনন্দ উৎসব ২০২৪ পরিচালনা কমিটি বড়বাড়ীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
খেলা ও অনুষ্ঠান সমূহের মধ্যে রবিবার (২৩ জুন) সকাল ১০টায়- ঝাঁকিজাল বুনন প্রতিযোগিতা, সকাল ১১টায় চেঙ্গুপেন্টি খেলা, দুপুর ১২টায় বাটুল ছোঁড়া প্রতিযোগিতা, দুপুর ১টায় উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা, দুপুর ২টায় চকোরচাল খেলা, বিকেল ৩টায়- হাডুডু খেলা, বিকেল ৪টায় গুড্ডির মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ জুন) বিকেল ৩টায় হাডুডু ফাইনাল খেলা, বিকেল ৩টা ৩০মিনিটে ঘোড়া দৌড় প্রতিযোগিতা, সন্ধা ৭টা ৩০মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টায় লাঠি খেলা, বিকেল ৩টা ৩০মিনিটে ঘোড়া দৌড় চূড়ান্ত প্রতিযোগিতা, সন্ধ্যা ৭টা ৩০মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের প্রতিটি খেলা এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিস্তা, ধরলা, দুধকুমার, সানিয়াজান অববাহিকার ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এই মা-মাটির সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় সর্বস্তরের জনসাধারণ উল্লেখিত খেলায় উপস্থিত থাকবেন মর্মে জানা গেছে।
উল্লেখ্য যে, সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগে খানিক ক্ষণের জন্যে হলেও আনন্দিত ও উল্লসিত করে রাখার নিমিত্তে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে বর্ণাঢ্য, মনোমুগ্ধকর এবং জমজমাট ঈদ আনন্দ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.