আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফার বন্যায় লালমনিরহাটে ৩শত ৮৭হেক্টর জমির ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল বুধবার ১৫ জুলাই লালমনিরহাট জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বন্যায় লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৩শত ৮৭হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, লালমনিরহাট জেলায় ১শত ৯০হেক্টর আমন বীজতলা, রোপা আমন ১শত ৭১হেক্টর, আউশ ১৬হেক্টর ও সবজি ১০হেক্টর পানিতে তলিয়ে গেছে। রোপা আমন ও আউশ ধানের খুব বেশি ক্ষতি হবে না। তবে সবজির ক্ষতি বেশি হতে পারে।