লালমনিরহাটে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্যাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে স্মার্ট ভূমিসেবা সম্পর্কে অবহিত করেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক, লালমনিরহাটের রেভিনিউ ডেপুটি কালেক্টর তাপসী তাবাসসুম উর্মিসহ উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী ও লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিভাগ/ জেলা/ উপজেলা পর্যায়ে করণীয় বিষয়ে নির্দেশিকা বলা হয়েছে, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে আগুয়ান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল স্মার্ট পদ্ধতিতে ভূমি সংক্রান্ত সকল সেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম সর্বসাধারণেরও মাঝে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করা আবশ্যক। এমতাবস্থায় "স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সরকার আগামী ৮ জুন ২০২৪ তারিখ হতে সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, আগামী ৮ হতে ১২ জুন পর্যন্ত দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হবে। সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার সকল উপজেলায় উক্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.