লালমনিরহাটের প্রধান ডাকঘরের উত্তর পার্শ্বের বাসা-বাড়ির ওপর ভেঙে পড়েছে বিশাল আকারের সেগুন গাছের ডাল। উক্ত বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১ জুন) রাত ৮টা ৩০মিনিটের দিকে লালমনিরহাটের থানা রোডস্থ ডাঃ মদন মোহন রায়ের পুত্র বঙ্কিম চন্দ্র রায় ঝুনু (৫৭) এর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উক্ত সেগুন গাছটি লালমনিরহাট প্রধান ডাকঘরের। সেখানে পুরনো বিল্ডিংটি ভেঙে নতুন বিল্ডিং নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ সেগুন গাছটি নিলামে তোলা হলেও কাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ না হওয়ায় নিলাম ডাক স্থগিত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড় ও বৃষ্টির সময় হুট করে সেগুন গাছটির একটি বড় ডাল বাড়ির ওপর ভেঙে পড়ে। উক্ত বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বঙ্কিম চন্দ্র রায় ঝুনু (৫৭) বলেন, হুট করে সেগুন গাছটি আমার বাড়ির ওপর ভেঙে পড়ে। আমি ও আমার পরিবারের লোকজন গ্রামের বাড়িতে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, এ ভাঙা সেগুন গাছটির ডালের বিষয়ে লালমনিরহাট প্রধান ডাকঘরের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও এখন পর্যন্ত সে ডালটি অপসারণ করা হয়নি। সেই সাথে আমি ক্ষতি পূরণের জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে লালমনিরহাট প্রধান ডাকঘরের পোস্ট মাস্টারের বক্তব্য জানা যায়নি।