লালমনিরহাটের আকাশে মেঘ হলেই চলে যায় বিদ্যুৎ। আর একটু ঝড়বৃষ্টি এলে তো ১-২দিনেও বিদ্যুতের দেখা মেলে না। দিনে-রাতে অসংখ্যবার লোডশেডিং তো আছেই। এছাড়া কখনও ঘোষণা দিয়ে, কখনও ঘোষণা ছাড়াই লাইন সংস্কারের নামে সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
দেশের উত্তরের জনপদ লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার বিদ্যুৎ ব্যবস্থাপনার নিত্যদিনের চিত্র এটি।
বছরের পর বছর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান) বিক্রয় ও বিতরণ বিভাগ লালমনিরহাট এবং লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এমন অব্যবস্থাপনায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।
জানা যায়, লালমনিরহাট জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনাকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেডের আওতায় স্থানান্তর করা হয়। কিন্তু যেই লাউ সেই কদু অবস্থা।
অপরদিকে লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ ব্যবস্থাপনা তো আরও করুন অবস্থা। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক উন্নতি ঘটলেও রয়ে গেছে আগের মতোই।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.