লালমনিরহাটের সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রাথমিক বে-সরকারি ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছেন।
বুধবার (২৯ মে) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও রিটার্নিং অফিসার মোছাঃ আফরোজা খাতুন এ ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান সুজন (আনারস) প্রতীকে ৪১হাজার ৪শত ৮৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোঃ ইকবাল হোসেন মামুন (মোটর সাইকেল) প্রতীকে ৯হাজার ৪শত ৭টি ভোট পেয়েছেন।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ এরশাদুল করিম (চশমা) প্রতীকে ১৪হাজার ৮শত ৬৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোঃ রাকিবুল ইসলাম (মাইক) প্রতীকে ১০হাজার ৬শত ৭টি ভোট পেয়েছেন। এদিকে শ্রী হৃদয় চন্দ্র বর্মন (টিউবওয়েল) প্রতীকে ৯হাজার ১শত ৫টি ভোট পেয়েছেন, মোঃ শিপ্লু হোসেন (উড়োজাহাজ) প্রতীকে ৮হাজার ৭শত ৯০টি ভোট পেয়েছেন, মোঃ আশরাফ আলী (টিয়া পাখি) প্রতীকে ৫হাজার ১শত ৪২টি ভোট পেয়েছেন, মোঃ হেলাল হোসেন (তালা) প্রতীকে ১হাজার ৩শত ১২টি ভোট পেয়েছেন।
অপরদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোছাঃ লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করায় সমর্থকরা আনন্দিত।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.