লালমনিরহাট সদর উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে।
বুধবার (২৯ মে) সকাল ৮টা হতে শুরু হওয়া লালমনিরহাট জেলার ১টি (লালমনিরহাট সদর) উপজেলার ১শত ১৮টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করছেন। নির্বাচনে ২জন চেয়ারম্যান, ৬জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২জন চেয়ারম্যান, ৬জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মোঃ কামরুজ্জামান সুজন (আনারস) ও মোঃ ইকবাল হোসেন মামুন (মোটর সাইকেল) প্রতীক এ নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ হেলাল হোসেন (তালা), মোঃ আশরাফ আলী (টিয়া পাখি), মোঃ এরশাদুল করিম (চশমা), মোঃ রাকিবুল ইসলাম (মাইক), মোঃ শিপ্লু হোসেন (উড়োজাহাজ), শ্রী হৃদয় চন্দ্র বর্মন (টিউবওয়েল) প্রতীক এ নির্বাচন করছেন। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৮৯হাজার ৬শত ৬জন।
তবে ভোটাররা বলছেন, মুল প্রতিদ্বন্ধিতা হবে ক্ষমতাসীন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের মধ্যে।