আগামী বুধবার (২৯ মে) সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলার ১টি (লালমনিরহাট সদর) উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে প্রচন্ড রোদ-বৃষ্টিকে উপেক্ষা করে দিন-রাত স্বতন্ত্র এর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার ১টি (লালমনিরহাট সদর) উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় পর্যায়ের সাধারণ নির্বাচনে ২জন চেয়ারম্যান ও ৬জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুজ্জামান সুজন (আনারস) ও মোঃ ইকবাল হোসেন মামুন (মোটর সাইকেল) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৬জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ হেলাল হোসেন (তালা), মোঃ আশরাফ আলী (টিয়া পাখি), মোঃ এরশাদুল করিম (চশমা), মোঃ রাকিবুল ইসলাম (মাইক), মোঃ শিপ্লু হোসেন (উড়োজাহাজ), শ্রী হৃদয় চন্দ্র বর্মন (টিউবওয়েল) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ লালমনিরহাট সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৮৯হাজার ৬শত ৬জন।
অপরদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে গত ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের দিন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইন্দ্রানী ভট্টাচার্য্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মোছাঃ লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মর্মে জানা গেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও রিটার্নিং অফিসার মোছাঃ আফরোজা খাতুন সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সব প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় পর্যায়ে লালমনিরহাট সদর উপজেলায় আগামী বুধবার (২৯ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.