৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় পর্যায়ের সাধারণ নির্বাচনকে ঘিরে প্রচারণায় মুখর লালমনিরহাট জেলার ১টি (লালমনিরহাট সদর) উপজেলা। আগামী ২৯ মে সারা দেশের ন্যায় লালমনিরহাট জেলার ১টি (লালমনিরহাট সদর) উপজেলায় এ ভোট হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী এবং ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসব মুখর পরিবেশ। রাস্তা-ঘাট, হাট-বাজার ও অলি-গলি নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে পুরো লালমনিরহাট সদর উপজেলা জনপথ।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে এবার লালমনিরহাট জেলার ১টি (লালমনিরহাট সদর) উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬জন পদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ কামরুজ্জামান সুজন (আনারস), মোঃ ইকবাল হোসেন মামুন (মোটর সাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ হেলাল হোসেন (তালা), মোঃ আশরাফ আলী (টিয়া পাখি), মোঃ এরশাদুল করিম (চশমা), মোঃ রাকিবুল ইসলাম (মাইক), মোঃ শিপ্লু হোসেন (উড়োজাহাজ), শ্রী হৃদয় চন্দ্র বর্মন (টিউবওয়েল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১৩ মে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে এখানকার প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও রিটার্নিং অফিসার মোছাঃ আফরোজা খাতুন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।