লালমনিরহাটে ২০২১-২০২২ অর্থ বছরে সেতু/ কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় মোগলহাট ইউপির ইটাপোতা নবী মিস্ত্রির বাড়ীর দক্ষিণে ছড়ার উপর ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার ব্রীজ নির্মাণ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়ন/ আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ গার্ডার ব্রীজ নির্মাণ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১৮, লালমনিরহাট-৩ সদর আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব। এ সময় লালমনিরহাট সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ ঠিকাদার নুরুজ্জামান হোসেন লিটন, মোঃ আতিকুর রহমান কুদ্দুস, মোঃ শাহাদত হোসেন বাবুসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/ কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড কর্ণপুর কুরুল বিলের মুন্নার দিঘীর পশ্চিমে ব্রীজ নির্মাণ ও ১নং ওয়ার্ড এইচবিবি রোড হতে দক্ষিণে মোফাজ্জলের পুকুরের পার্শ্বে ব্রীজ নির্মাণ শুভ উদ্বোধন করেন ১৮, লালমনিরহাট-৩ সদর আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.