শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা! সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে লালমনিরহাটে শীতের হরেক রকমের পিঠার দোকানের পসরা নিয়ে বসছেন বিক্রেতারা
রেলপথ সংস্কারে অনিয়ম; তদন্তে দুদক!

রেলপথ সংস্কারে অনিয়ম; তদন্তে দুদক!

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অধীন প্রায় সাড়ে ১০কিলোমিটার রেলপথ পুনঃনবায়ন (সংস্কার) প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম তদন্ত শুরু করেছে। উলিপুর রেলওয়ে স্টেশন থেকে রমনা বাজার স্টেশন পর্যন্ত এ সংস্কার কাজ চলছে।

 

জানা গেছে, উলিপুর-রমনা বাজার রেলপথের পুনঃনবায়ন বা সংস্কার কাজে সরকার ৩৩কোটি ৮৭লাখ ৯হাজার টাকা বরাদ্দ দিয়েছে। প্রকল্পে রেললাইনের দু’পাশে মাটি ভরাট, কংক্রিটের স্লিপার সংযোজন, ৯টি ঝুঁকিপূর্ণ রেল সেতু সংস্কার ও সুরক্ষা দেয়াল নির্মাণকাজ রয়েছে। ঢাকার ‘বিশ্বাস কনস্ট্রাকশন’ প্রকল্প বাস্তবায়নের কাজ পায়।

 

আগামী বছরের ২২ জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে দু’পাশে ভরাট করছে। নিয়ম অনুযায়ী, দূর থেকে মাটি এনে দু’পাশ ভরাট করার কথা। রেললাইন সংলগ্ন স্থানের মাটি ব্যবহার করায় বর্ষা মৌসুমে মাটি ধসে রেলপথ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা স্থানীয়দের।

 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বলেন, গত বুধবার লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে প্রকৌশলীর কার্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, দুদক তদন্ত কাজ শুরু করায় কোনো মন্তব্য না করা ভালো।

 

এ বিষয়ে ঠিকাদারের বক্তব্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone