লালমনিরহাটের আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যালয় ও কলেজ চলাকালীন সময়ে আকস্মিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণ লেগে পুড়ে গেছে দুটি শ্রেণী কক্ষ। এ সময় আতংকিত হয়ে পরেন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণ আনেন।
রোববার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও কলেজ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণীর দুটি ক্লাস রুমে আগুণের সুত্রপাত ঘটে। এ সময় ওই শ্রেণী কক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনেন।
এর আগে শ্রেণীকক্ষে আগুণ দেখে বিদ্যালয় থেকে ছাত্রীরা আতংকিত হয়ে বাহিরে বেরিয়ে আসে।
আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজে সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবী করেন তিনি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.