লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৮,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয় রংপুর এবং লালমনিরহাট জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে লালমনিরহাট সদর উপজেলার বিডিআর রোডে অবস্থিত শাপলা ট্রেডার্স এবং পুরান বাজারের নরসিংদী আয়রন সেন্টার নামক রড সিমেন্টের দোকানে ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী যথাক্রমে ১০,০০০/- ও ৮,০০০/- জরিমানা আদায় করা হয় এবং দ্রুত ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।
রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট্টোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.