লালমনিরহাটে সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদ-এঁর প্রথম পুত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ মে) বিকেলে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আজিজার রহমান বাবলু (৬০) বায়ান্নর ভাষা সৈনিক মৃত জহির উদ্দিন আহমেদ-এঁর প্রথম পুত্র।
পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে আজিজার রহমান বাবলু কৃষি জমিতে পানি দেয়ার উদ্দেশ্যে সেচ ঘরে যান। সন্ধ্যা ৬টার দিকে ওই সেচ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন পাশের জমির লোকজন। তাঁরা গিয়ে দেখতে পান বিদ্যুতের তার পুড়ে গেছে এবং আজিজার রহমান বাবুল অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে, আগামীকাল শনিবার (১১ মে) সকাল ১০টায় নওদাবাস গ্রামের বাড়িতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.