লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাথমিক বে-সরকারি ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছেন।
বুধবার (৮ মে) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার এ ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রুহুল আমীন বাবুল (আনারস) প্রতীকে ৫৬হাজার ১শত ৪৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া) প্রতীকে ৯শত ৩৫টি ভোট পেয়েছেন। এদিকে মোঃ রেজাউল করিম (টেলিফোন) প্রতীকে ৩শত ৫৩টি ভোট পেয়েছেন।
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন (টিউবওয়েল) প্রতীকে ২৯হাজার ১শত ৩৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোঃ আব্দুলা-আল মামুন (চশমা) প্রতীকে ২৭হাজার ২শত ৯৪টি ভোট পেয়েছেন।
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেজ্ওয়ানা পারভীন (ফুটবল) প্রতীকে ২৬হাজার ২১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোছাঃ লতিফা আক্তার (কলস) প্রতীকে ২০হাজার ২শত ১২টি ভোট পেয়েছেন। এদিকে মির্জা সাইরী তানিয়া (পদ্মফুল) প্রতীকে ১০হাজার ২শত ৭৭টি ভোট পেয়েছেন।
হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ লিয়াকত হোসেন (কাপ-পিরিচ) প্রতীকে ৩৪হাজার ৯শত ৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মশিউর রহমান মামুন (ঘোড়া) প্রতীকে ৩৩হাজার ৪শত ৮১টি ভোট পেয়েছেন। এদিকে শাহানা ফেরদৌসী (আনারস) প্রতীকে ১৩হাজার ৩৭টি ভোট পেয়েছেন ও মোঃ রেজাউল করিম সরকার (মোটর সাইকেল) প্রতীকে ৬শত ৩৯টি ভোট পেয়েছেন।
হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আলা উদ্দিন (মাইক) প্রতীকে ২১হাজার ১শতটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাপ্পী শোয়েব আহমেদ (উড়োজাহাজ) প্রতীকে ১৬হাজার ৮শত ১৫টি ভোট পেয়েছেন। এদিকে দুলাল চন্দ্র বর্মন (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ১৫হাজার ৪শত ৫৬৫টি পেয়েছেন, মোঃ আনোয়ার হোসেন (তালা) প্রতীকে ১৩হাজার ১শত ৯০টি ভোট পেয়েছেন, মোঃ মোস্তাফিজুর রহমান (চশমা) প্রতীকে ৯হাজার ৯শত ৮০টি ভোট পেয়েছেন, মোঃ সাবেরুল ইসলাম পাটোয়ারী (টিয়াপাখি) প্রতীকে ২হাজার ৫শত ৮৮টি ভোট পেয়েছেন ও মোঃ জুয়েল ইসলাম (টিউবওয়েল) প্রতীকে ২হাজার ৪শত ৪টি ভোট পেয়েছেন।
হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ শারমিন সুলতানা সাথী (কলস) প্রতীকে ৪২হাজার ৯শত ৭১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোছাঃ মাকতুফা রহমান (ফুটবল) প্রতীকে ২৩হাজার ৮শত ৩০টি ভোট পেয়েছেন। এদিকে মোছাঃ নাছরিন বেগম (পদ্মফুল) প্রতীকে ১৩হাজার ৬৬টি ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করায় সমর্থকরা আনন্দিত।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.