লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে।
বুধবার (৮ মে) সকাল ৮টা হতে শুরু হওয়া লালমনিরহাট জেলার ২টি (পাটগ্রাম ও হাতীবান্ধা) উপজেলার কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করছেন। নির্বাচনে ৬জন চেয়ারম্যান, ৯জন ভাইস চেয়ারম্যান, ৬জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন চেয়ারম্যান, ২জন ভাইস চেয়ারম্যান ও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া), মোঃ রুহুল আমীন বাবুল (আনারস), মোঃ রেজাউল করিম (টেলিফোন) প্রতীক এ নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ আবদুল্লা-আল মামুন (চশমা), মোঃ মোফাজ্জল হোসেন (টিউবওয়েল) প্রতীক এ নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মির্জা সাইরী তানিয়া (পদ্ম ফুল), মোছাঃ লতিফা আক্তার (কলস), রেজওয়ানা পারভীন (ফুটবল) প্রতীক এ নির্বাচন করছেন। মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৮১হাজার ৯৮জন।
হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন চেয়ারম্যান, ৭জন ভাইস চেয়ারম্যান ও ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে মশিউর রহমান মামুন (ঘোড়া), মোঃ লিয়াকত হোসেন (কাপ-পিরিচ), শাহানা ফেরদৌসী (আনারস) প্রতীক এ নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে দুলাল চন্দ্র বর্মন (বৈদ্যুতিক বাল্ব), বাপ্পী শোয়েব আহমেদ (উড়োজাহাজ), মোঃ আনোয়ার হোসেন (তালা), মোঃ আলা উদ্দিন (মাইক), মোঃ জুয়েল ইসলাম (টিউবওয়েল), মোঃ মোস্তাফিজুর রহমান (চশমা), মোঃ সাবেরুল ইসলাম পাটোয়ারী (টিয়া পাখি) প্রতীকে এ নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ নাছরিন বেগম (পদ্ম ফুল), মোছাঃ মাকতুফা রহমান (ফুটবল), মোছাঃ শারমিন সুলতানা সাথী (কলস) প্রতীক এ নির্বাচন করছেন। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২হাজার ২শত ১৩জন।
তবে ভোটাররা বলছেন, মুল প্রতিদ্বন্ধিতা হবে ক্ষমতাসীন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.