৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় পর্যায়ের সাধারণ নির্বাচনে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২জন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ৬জন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র দাখিল করেছে। এ নির্বাচন দলীয়ভাবে না হলেও জেলার লালমনিরহাট সদর উপজেলার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত একাধিক প্রার্থী রয়েছে।
লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ ইকবাল হোসেন (মামুন), মোঃ কামরুজ্জামান সুজন। লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ হেলাল হোসেন, শ্রী হৃদয় চন্দ্র বর্মন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ এরশাদুল করিম, মোঃ শিপ্লু হোসেন, মোঃ আশরাফ আলী। লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- লতিফা বেগম, ইন্দ্রানী ভট্টাচার্য্য।
লালমনিরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং অফিসার মোছাঃ আফরোজা খাতুন বলেন, তফসিল অনুযায়ী ৩য় পর্যায়ের মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ৮ মে, আপিল নিষ্পত্তি হবে ৯ থেকে ১১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এরপর প্রচারণা শুরু হবে। ১ম ও ২য় পর্যায়ে লালমনিরহাটের ৪টি (পাটগ্রাম ও হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী) উপজেলায় ভোট হবে যথাক্রমে আগামী ৮ ও ২১ মে। এবারই প্রথম সব প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।