লালমনিরহাট পৌরসভায় ভয়াবহ অগ্নিকান্ডে ১টি পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়েছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫মিনিটের দিকে লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী বিরেন্দ্র নাথ রায়ের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার বিরেন্দ্র নাথ রায়ের বসতবাড়ির ৪টি ঘর অগ্নিকান্ড পুড়ে ছাই হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। এতে ১টি পরিবারের ৪টি ঘর পুরে ছাই হয়েছে বলে খবর পাওয়া গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ অগ্নিকান্ডের ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে জানা গেছে।
উল্লেখ্য যে, এ সময় বিরেন্দ্র নাথ রায়সহ তার স্ত্রী ও এক কন্যা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বাড়ির ৪টি ঘরের কোনো আসবাবপত্র, কাপড়-চোপড়, জরুরি কাগজসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৩টি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘন্টাব্যাপী আগুন নেভাতে সক্রিয় থাকেন। তাদের ঐকান্তিক চেষ্টায় আশেপাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
ফায়ার সার্ভিসের ৪হাজার ৩শতলিটারের পানিবাহী বড়গাড়ির পানি শেষ হওয়ার আগেই তাদের চৌকস দলের একটি টিম ঘটনাস্থল থেকে প্রায় ১হাজর ২শত ফিট দূরে পুটিমারী দোলার পুকুর থেকে ৬শত ৭৫সিসি সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে পানি সরবরাহ নিতে সক্ষম হন মর্মে জানা গেছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.