৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের এমপিদের আত্মীয়-স্বজনকে প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। তবে সেই নির্দেশনা মানছেন না মন্ত্রী ও এমপিরা। লালমনিরহাটে ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ নূরুজ্জামান আহমেদ-এঁর ছেলে ও ভাই এ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ নূরুজ্জামান আহমেদ এমপির ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও তাঁর ভাই মাহবুবুজ্জামান আহমেদ। এমপিপুত্র শনিবার (২০ এপ্রিল) মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর ভাই মাহবুবুজ্জামান দু’বারের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি। মাহবুবুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মোঃ নূরুজ্জামান আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। এসব নিয়ে দুই পরিবারের বিরোধ চরম আকার ধারণ করে।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোয়েব সিদ্দিকী সাংবাদিকদের জানান, চেয়ারম্যান পদে ওই দু’জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।