উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে লালমনিরহাট জেলার ২টি (পাটগ্রাম, হাতীবান্ধা) উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৮জন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ১০জন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন মনোনয়নপত্র দাখিল করেছে। এ নির্বাচন দলীয়ভাবে না হলেও জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত একাধিক প্রার্থী রয়েছে।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ রেজাউল করিম, মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন, মোঃ রুহুল আমীন বাবুল। পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ আবদুল্লা-আল মামুন। পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোছাঃ লতিফা আক্তার, মির্জা সাইরী তানিয়া, রেজওয়ানা পারভীন।
হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ হাবিবুর রহমান সাতা, মশিউর রহমান মামুন, মোঃ লিয়াকত হোসেন, শাহানা ফেরদৌসী, মোঃ মজিবুল আলম। হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- আলা উদ্দিন, মোঃ জুয়েল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, এএসএম শামসুজ্জামান, বাপ্পী শোয়েব আহমেদ, মোঃ সাবেরুল ইসলাম পাটোয়ারী, দুলাল চন্দ্র বর্মন। হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোছাঃ শারমিন সুলতানা সাথী, মোছাঃ মাকতুফা রহমান, মোছাঃ নাছরিন বেগম।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফর কবীর সরকার বলেন, তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, পরদিন ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের লালমনিরহাটের ২টি (পাটগ্রাম ও হাতীবান্ধা) উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এবারই প্রথম সব প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.