লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কোদালখাতা, কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা ও লালমনিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের শখের বাজারের সামনে স্যানেটারী ল্যান্ডফিল ও পয়ঃ বর্জ্য পরিশোধনাগারের ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। যদিও এই স্থানটি ময়লা ফেলানোর জন্য নির্ধারিত। তবুও দুর্গন্ধ প্রতিরোধে নেই কোন প্রতিরোধ ব্যবস্থা। কর্তৃপক্ষ নির্বিকার।
শীতে ময়লা আবর্জনার গন্ধ না ছড়ালেও বর্তমানে এই গরমের সময়ে দুর্গন্ধের ফলে ভোগান্তিতে পড়েছে পথচারীসহ আসে-পাসের সাধারণ মানুষ।
স্যানেটারী ল্যান্ডফিল ও পয়ঃ বর্জ্য পরিশোধনাগারের সামনের এ রাস্তা দিয়ে চলাচল করা দুরূহ হয়ে পড়ছে বলে জানান পথচারীরা।
আবর্জনার গন্ধ থেকে হতে পারে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ, তাই এই ধরনের রোগের হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।
লালমনিরহাট পৌর এলাকার ময়লা আবর্জনাকে সম্পদে রুপান্তর করার জন্য লালমনিরহাট পৌরসভার বাস্তবায়নে বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডি এর অর্থায়নে এবং ডিপিএইচই'র কারিগরি সহায়তায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ সেক্টর প্রকল্প (ইউজিআইআইপি) হতে "লালমনিরহাট পৌরসভাধীন স্যানিটারী ল্যান্ডফিল ও পয়ঃ বর্জ্য পরিশোধনাগার" তৈরি করা হয়েছে। যা ২০২১ সালের ৭ জুন সকাল ১১টায় হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.