:: জাকি ফারুকী ::
একুশ বছরের জীবনটা
নিভিয়ে দিলো,
কুষ্টিয়ার কোন এক গ্রামে,
এখন শায়িত নিথর দেহ
কেন যে স্ফুলিংঙ্গ হয়ে বার বার কাঁপায় স্বদেশ।
হায় অশান্ত স্বদেশ, তোমার তরল শরীর আজ খামচে ধরেছে,
অসহিষ্ণুতার কূহক,
এ থেকে পরিত্রান এতো সহজে হবার নয়
সবখানে পচন ধরেছে দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার। হাটে মাঠে ঘাটে ঢোল শহরত করে বলে দিতে পারো,
তোমরা ঘুমাও এখন।
দীর্ঘ ঘুমের পর স্বপনের মাঝে উঠে আসবে আবরার, অনুভূতিহীন, সমস্ত শরীর কেমন বিষন্ন ছোপ ছোপ রক্তের-
রক্ত পিশাচের কী অনবদ্য উল্কি
তোমরা পিতার হন্তারক পঁচাত্তরে নিঃশেষিত সকল রক্তের ঋণ শোধ করে আরো দীর্ঘ সময় যাবে,
পুনরুদ্ধারের পথে আসতে, অতএব সাবধান, এখনো সময় আছে নিজের বুকে হাত রেখে বলো, কতটুকু নিঃস্ব করতে পেরেছো নিজেকে লোভের বেড়াজাল থেকে।
হায় মানুষ, নিষ্ঠুর মানুষ, সবচেয়ে ঘৃণিত তোমার চোখের দৃষ্টি, অন্য কোন জীব নয়,
তোমার নিষ্ঠুরতার পরিচয় শুধু তুমি।
লীহাই ভ্যালী, বেথেলহেম
৯/১০/২০১৯