:: জাকি ফারুকী ::
(বিশ্বব্যাপী মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এক অগ্নিবাণ!)
প্রতিদিন ভালোবাসা
অ্যারন বুশনেল
অ্যারন
বুশনেল।
প্রতিদিন জন্মান্তরের ভালোবাসা অ্যারন।
কী এক দৃপ্ত পদক্ষেপে হেঁটে গেলে,
সমগ্র পৃথিবী অবাক তাকিয়ে রয়,
তোমার আত্মত্যাগ, তোমার প্রতিবাদ,
তোমার সাহস,
শক্তি, দাউদাউকরে জ্বলে ওঠা আগুনের পিন্ডের মাঝে,
দাঁড়িয়ে উচ্চারন, “ফ্রি প্যালেসটাইন”।
প্রতিদিনের উচ্চারনে এক নুতন সংযোজন।
পৃথিবী দেখুক, তারুণ্যের প্রতিবাদ,
কি এক সুনামীর মতো, ভাসিয়ে দিতে চায়,
যুদ্ধবাজ সব দেশের পতাকা।
আবার জেগে উঠুক মানবতা,
গাজ্জার পথে প্রান্তরে রক্ত নিনাদে,
মানুষের আত্মদানের প্রতিবাদ হোক।
প্রতিদিন
জেগে ওঠো অ্যারন,
ওয়াশিংটনের মাটিতে তুমি যে আগুনের শিখা জ্বালালে
সে শিখা অনির্বান,
সে শিখা জলের ওপর ভেসে থাকা মানুষের প্রতিবাদের ফসল,
তোমাকে অভিবাদন অ্যারন
তোমাকে ভালোবাসা বুশনেল
তোমাকে হৃদয়ের অশ্রুতে ভেজা শান্তির
সবুজ জলপাই পাতার
নিরাময় দিতে চাই অ্যারন।
২৮/২/২৪,
নিউজার্সি।
[এই ঘটনার ছবি কোন মিডিয়াতে প্রচার হয়নি]
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.