লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দুই রাখালকে গুলি চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এ ঘটনা ঘটে। ওই দুই যুবক হলেন- এনামুল হক ও ইন্দু মিয়া।
স্থানীয়রা জানান, দুপুরে তারা বাংলাদেশের সীমান্তের জমি দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়। দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে খামারভাতি এলাকায়।
তারা অভিযোগ করে বলেন, প্রতিনিয়তই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি রাখালদের ধাওয়া করে। এমনকি অনেক সময় আটক করে মারধর করে বলে অভিযোগ আছে। দ্রুত এসব বিষয়ের সমাধান চান সীমান্ত এলাকায় থাকা লোকজন।
চন্দ্রপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ছাগলকে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ বাঁধা দেয়। পরে বিএসএফ ধাওয়া করলেও পালিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে বিএসএফ এক রাউন্ড গুলি চালায়। যদিও ওই গুলিতে কেউ আহত হয়নি। তারা দুজনেই ভালো আছেন।
বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। খোঁজ-খবর নেয়া হচ্ছে। আপনার কাছে এই প্রথম তথ্য পেলাম।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.