লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচন-২০২৪ এ চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস) বরাদ্দকৃত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটকেন্দ্রে ০ (শূন্য) একটি ভোটও পাননি।
এ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) বরাদ্দকৃত প্রতীকে ২শত ৮২টি ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা হইতে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ লুৎফুল কবীর সরকার ভোট গ্রহণ শেষে চেয়ারম্যান পদে এ বে-সরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা দেড় যুগ ধরে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ছিলেন।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ লুৎফুল কবীর সরকার স্বাক্ষরিত ফলাফল সূত্র দেখা যায়, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা ০ (শূন্য) কোনো ভোট পাননি। এ উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) বরাদ্দকৃত প্রতীকে ২শত ৮২টি ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম (কাপ-পিরিচ) বরাদ্দকৃত প্রতীকে ২শত ৭৩টি ভোট পেয়েছেন। এ ছাড়াও মোঃ মমতাজ আলী (মোটর সাইকেল) প্রতীকে ৫৮টি ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন বাদল ৭টি ভোট পেয়েছেন।
আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা বলেন, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা ও সফুরা বেগম জনপ্রতিনিধি থাকার সময় দলের অধিকাংশ নেতা-কর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। এ ছাড়া জনপ্রতিনিধিদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। উপনির্বাচনে সেটিরই প্রতিফলন ঘটেছে।
উল্লেখ্য যে, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা (মোটর সাইকেল) প্রতীকে ১শত ৫৫টি ভোট পেয়েছিলেন। কিন্তু এবারের উপনির্বাচনে তিনি ০ (শূন্য) একটি ভোটও পাননি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.