লালমনিরহাট পৌরসভার আদর্শ পাড়া-পুটিমারীর দোলা ড্রেন-নালা যেন মৃত্যুফাঁদ। যেখানে একটু অসতর্ক হলেই নির্ঘাত দুর্ঘটনা কিংবা মৃত্যু। তারপরও টনক নড়ে না লালমনিরহাট পৌরসভার। লালমনিরহাটে ঢাকনাবিহীন নালা আর ড্রেন ঘিরে তাই আতঙ্কে পৌরবাসী।
লালমনিরহাট পৌর শহরের আদর্শ পাড়া-পুটিমারীর দোলা। যেখানে ড্রেন আর রাস্তা মিলেমিশে একাকার। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করে পথচারী। স্ল্যাববিহীন ড্রেন যেন পরিণত হয় মৃত্যুকূপে।
সড়কের পাশে খোলা ড্রেন বা নালার চিত্র দেখা যায় এ রকমই। যেখানে কোথাও পুরো নালা স্ল্যাববিহীন, কোথাও দুয়েকটি স্ল্যাব থাকলেও বেশিরভাগই উন্মুক্ত। ফলে শিশুরাতো বটেই একটু অসতর্ক হলে বড়রাও পড়েন দুর্ঘটনায়।
পথচারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ড্রেন সংস্কার ও অরক্ষিত স্থানগুলোর উপর স্লাব দেওয়ার দাবি স্থানীয়দের।
শিক্ষার্থীরা বলছেন, আমরা তো ফুটপাত দিয়ে হাটব, রাস্তা তো আর হাটার জায়গা না। এই পথে আমরা শিক্ষার্থীরাও যাতায়াত করি, কিন্তু কর্তৃপক্ষের কোনও খেয়াল নেই।
এলাকাবাসীরা বলছেন, ঝুঁকি কমাতে নালার অরক্ষিত অংশ চিহ্নিত করে ঢাকানা-স্ল্যাব নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
পথচারীরা বলছেন, ড্রেন/ নালা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দ্রুত শনাক্ত করে টেকসই স্ল্যাব ব্যবহার করতে হবে। সেই সাথে ড্রেন/ নালাগুলো নিয়মিত মনিটরিং করতে হবে।
শহরের ড্রেন/ নালা পরিষ্কার ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব লালমনিরহাট পৌরসভার।
উল্লেখ্য যে, আদর্শ পাড়া-পুটিমারীর দোলা লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত।