:: জাকি ফারুকী ::
একদিন পাগল হয়ে রাস্তায় কাগজ কুড়াতে দেখবো নাকি তোমাকে,
কাগজের মধ্যে চিরকুট খুঁজে ফেরা তুমিই তখন,
এলোমেলো চুল, কপালে কাদা মাখা,
হাতের নখ ময়লা বিবর্ন,
শরীরে কাপড় মলিন, ছিঁড়ে গেছে এখানে ওখানে।
পায়ের পাতায় ধুলো জমে, উফ্ কি অস্থির তুমি, স্কুল থেকে এসে পথের ধুলো ধুয়ে ফেলতে, সেই কতোক্ষন কল পাড়ে ঝকঝক করে “হাতকল চাপানোর গল্প।”
সব কিছু আজ অনেক পুরাতন হয়ে গেছে।
পঞ্চাশ বছরের একটা পুরাতন জীবন,
আরো তো অনেক সময় নিয়ে জেগে থাকতো পূর্নিমা নীশিথে, সেই মানুষেরা কেন যেনো অকালে চলে গেলো, মনে হয়
চাওয়া পাওয়ার দীর্ঘ জীবন অকস্মাৎ
ধুমকেতুর মতো ঝরে গেলো
ইটভাটার ফার্নেসের কয়লার স্ফুলিংগে
কি আর চাইবার ছিলো
জানিনা তাই, বিষন্ন রজনীর গল্পগুলো দীর্ঘ হতে থাকে। মনে হয় ঘুম হোক মনে হয় বিনিদ্র রজনীর অপলক সময় গুলো কেটে যাক,জোৎস্নায়।
১৫/৩/২৪
নিউজার্সি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.