লালমনিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন অনুষ্ঠিত হবে।
লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে। রোববার (১৭ মার্চ) সকাল ৯টা ৩০মিনিটে লালমনিরহাটের আল নাহিয়ান শিশু পরিবার এর সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জাকরণ অনুষ্ঠিত হবে। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট উপ-কমিটি কর্তৃক নির্ধারিত স্থানে রচনা, আবৃত্তি ও শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেয়ালিকার মাধ্যমে শিশুভাব প্রকাশ অনুষ্ঠিত হবে। মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে। শহরের জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে সপ্তাহ ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী এবং ৭ মার্চের ভাষণ প্রচার অনুষ্ঠিত হবে।