:: জাকি ফারুকী ::
যেমন করে প্রলম্বিত হয় রৌদ্রছায়া
বৃক্ষ আর মাটির উষ্ণতায়,
এ কেমন আকাশ দিলে,
এ কেমন সমুদ্র দিলে,
এ কেমন অনুভূতি
বুকের স্পন্দনে ছড়ালে প্রিয়তমা।
মনে হয় মেঘ হই,
ঘুমাই তোমার পাহাড়সম আকাশ বাড়ীতে,
মনে হয় শুধু মনে হয়
নিবিড় এক পলাশ ফুলের বুনো গন্ধে
তোমাকে মাতাই, নিস্তব্ধ সরোবরে।
হে আকাশ
তুমি বলে দাও,
কতোদিন আর প্রতীক্ষার সমীরনে
স্নিগ্ধতা ছড়িয়ে যেতে হবে,
অপলক মানুষেরা মৌসুমী ফুলের আশায়
প্রতীক্ষায়
জীবনের স্টেশনে এক গভীর রাতে,
পিদিম হবে
অন্ধকার বাগানের গা শিরশির করা অনুভবে।
১৫/৩/২৪
নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.