লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাটের স্টেডিয়াম রোডস্থ নর্থ পিনাকল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে নর্থ পিনাকল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
নর্থ পিনাকল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সুরেন্দ্র নাথ বর্মা-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লেখক, সংগঠক, গবেষক ও জাতীয় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী এবং লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী ফেরদৌসী বেগম বিউটি। এতে বিশেষ অতিথি ছিলেন নর্থ পিনাকল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শুভাশীষ বর্মা। এ সময় নর্থ পিনাকল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।