লালমনিরহাটে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পবিত্রতা রক্ষা, পরিস্কার-পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর বিষয়ে- আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ এনামুল হক, মোঃ জহুরুল ইসলাম টিটু, মোঃ শাহাদাত হোসেন বাবু, মোঃ রমজান আলী সুজন, মোঃ কাওছারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাখাওয়াত হোসেন।
উল্লেখ্য যে, মাহে রমজান মাসের পবিত্রতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা, আইন-শৃঙ্খলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর বিষয়ে সর্ব স্তরের সংশ্লিষ্ট সকলে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে বক্তব্যে প্রতিশ্রুতি দেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.