লালমনিরহাটে “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পাট দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাট অধিদপ্তর লালমনিরহাটের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস ছাত্তার মিয়া-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ শাহ্ আলম মিয়া। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন প্রমুখ। এ সময় কর্মকর্তা-কর্মচারী ও পাটচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।