আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিয়ে করতে এসে বরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও মুচলেকা দিতে হয়েছে।
গতকাল শনিবার ১১ জুলাই রাতে হাতীবান্ধা উপজেলা থেকে বর দেলোয়ার হোসেন (২৮) পাটগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আব্দুল জব্বারের বাড়িতে বিয়ে করতে এসেছিলেন। কনের বয়স ছিল মাত্র ১৬বছর।
বর দেলোয়ার হোসেন হাতীবান্ধা উপজেলার টংভাংগা ইউনিয়নের আবু হোসেনের পুত্র।
এই খবর পৌঁছে যায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের কাছে। রাত পৌনে ১২টায় তিনি ছুটে আসেন ওই বিয়ে বাড়িতে।
ভ্রাম্যমাণ আদালত বর দেলোয়ার হোসেনকে ২৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।দেলোয়ার হোসেন জরিমানার অর্থ এবং মুচলেকা দিয়ে ছাড়া পান।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মশিউর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বাল্য বিয়ের জন্য এ বরের জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ প্রদানের পর তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.