খানাখন্দে ভরে গেছে লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপটানা (নয়ারহাট) উত্তর সাপটানা (শখের বাজার) সড়ক এলাকা। দীর্ঘ দিন থেকে সংস্কার নেই, প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পূর্ব সাপটানা (নয়ারহাট) থেকে উত্তর সাপটানা (শখের বাজার) কাপের্টিং করা সড়কের বেহাল দশা। সড়কে ছোট-বড় খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলে পানি জমে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। সেই সাথে খরায় ধুলাবালিতে যাতায়াতের বিঘ্ন ঘটছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন।
এ সড়কে চলাচলকারীরা জানান, এ সড়কটির পুকুর পাড়ের সামনে খুবই শোচনীয় অবস্থায় আছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, কলেজে আসা-যাওয়া করতে হয় এখান দিয়ে। খানাখন্দে ভরা স্থানগুলো পার হতে ভয় লাগে।
অটোরিক্সা চালকরা জানান, যাত্রীদের নিয়ে অনেক আতংকে চলাচল করতে হয়। ফলে খুবই সমস্যা হয়।
লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন জানান, আমরা এই রাস্তাটি প্রশস্ত করণসহ নতুন করে কার্পেটিং করার জন্য প্রাক্কলন প্রস্তুত করে এলজিইডি এর প্রকল্প অফিসে পাঠিয়েছি। অল্প কিছুদিনের মধ্যে অনুমোদন পাওয়া গেলে টেন্ডারের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.