:: ডা. জাকি ফারুকী ::
কেন যেনো মন চায়
ফিরে যাই,
সেইখানে,
যেখানে হেমন্তের সকালে ঘুম জেগে
দুরের ধান ক্ষেতের ধুসর কুয়াশায়
চোখ পড়ে যেতো।
একটা অবাক করা দিন শুরু হতো,
চঞ্চল পাখিদের কলকাকলিতে।
এখন জানালা খুলতেই পারিনা।
শীত ঢুকে ভাসাতে চায়, বিছানা বালিশ
গৃহস্থালী, পাখির ডাকের সাথে
বহুদিন যোগাযোগ নেই।
প্রতিদিন সকালে সিদ্ধ ডিমের হলুদ কুসুম
আলগোছে দরজা খুলে,
ছুঁড়ে মারি সবুজ ঘাসের দিকে,
কোন পাখি প্রতিদিন এসে খেয়ে চলে যায়
ওদের দেখা পাইনা।
সেদিন একটা ঘুঘু এসে বারান্দার রেলিং এ বসলো।
একটু সময় পেতাম যদি ছবি তোলার!
কই সময় দেয়।
জানালার কাঁচের ভিতর থেকে তাকানো মানুষটার সাথে চোখাচোখি হতেই উড়ান দেয়।
জীবন সময় দেয় না।
সময় দেবেনা বলেই, হেঁটে চলে এলাম সত্তরের উঠোনে
কেমন ঋজু পায়ে,
সেই সব হেমন্তের সকাল পিছে পড়ে থাকলো,
সেই সব পাখিরা,
সেই সব কর্মময় সকাল দুপুর বিকেল
সন্ধ্যার আড্ডা,
আলগোছে বেনসন সিগারেট ফুঁকে
কবীর ভাইয়ের ক্লান্ত চোখ, সঙ্গীহীন।
ঘটি কর্নারের সব উৎসুক চোখে
ছড়ানো মাদকতা, সেই সব সময়
পিছনের থেকে ডাক দিই,
তুমি-তোমরা-তোমাদের
সবার আর সময় হবেনা
একসাথে আসার,
যে সময় চলে যায় তা আর ফেরে না।
২৩/১০/২৩ নিউজার্সি, আমেরিকা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.