:: ডা. জাকি ফারুকী ::
এই দুখী মনকে তুমি চিনবার চেষ্টা কোরো,
কেন যে বিনিদ্র রাত্রির দহনে তুমি তুলে আনো
ঝরা বকুলের গানে,
আমিও নিঝুম প্রান্তরের গানে ভেসে যাই
ভেসে থাকি, পৃথিবীর সব জটিল আহবানে।
তারা কই আজ, আমার অতীতের সাথে মিশে
তারা কতোকাল গেছে অকৃত্তিম ভালোবেসে,
তাদের গহীন গানের স্মৃতি আজ জীবনের
ভুলে যাওয়া পথের প্রান্তরের ধুলায়,
মিশে যায় মেঘ আর বৃষ্টির অনুরনে।
অসীমের মাঝে ফেলে রাখি ধুসর দৃষ্টি
কেউ মন দিয়ে, সেও আর দেখেনা
তোমরা তো জানো,
এ জীবন চলে গেলে পৃথিবীর মাটির ধুলায়
সকল ফসল মিশে যাবে
পুনরুন্থানের আনন্দ গানে।
৯/১১/২০২৩
বাইশতম বার্ষিকীতে, টুইন টাওয়ার স্মরণে
টিনটনফলস, নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.