ঐতিহ্যবাহী প্রেসক্লাব লালমনিরহাটের নতুন সদস্য পদ দেওয়া হয়েছে। সদস্য পদে দৈনিক দেশবাংলা পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা রাশেদসহ ২০জনকে নতুন সদস্যকে অনুমোদিত করে চূড়ান্তভাবে নামের তালিকা প্রকাশ করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রেসক্লাব লালমনিরহাটের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রেসক্লাব লালমনিরহাটের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন স্বপন ও সদস্য সচিব মোঃ লিয়াকত আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় যে, এতদ্বারা প্রেসক্লাব লালমনিরহাটের সকল সদস্যের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গত ১৮/০২/২০২৪ইং তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে নিম্নবর্ণিত সংবাদকর্মীগণকে প্রেসক্লাব লালমনিহাটের সদস্যপদে অন্তর্ভুক্ত করা হইল। যাহা অত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে কার্যকর হইবে। একই সাথে নতুন সদস্যগণকে নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে পরবর্তী ০৭(সাত) দিনের মধ্যে জমা প্রদান করিয়া জমা রশিদ গ্রহণ করিতে হইবে।
নতুন অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক খোলা কাগজ মোঃ আজিজুল ইসলাম, সময় টিভি জে আই সমাপ্ত, দৈনিক বনিক বার্তা মোয়াজ্জেম হোসেন, দৈনিক কালবেলা এস কে শাহেদ, মাইটিভি, ডেইলি অবজারভার মাহফুজ সাজু, দৈনিক সকালের সময় জামাল বাদশা, দৈনিক বাংলাদেশের আলো সজীব আলম কৌশিক, দৈনিক আলোকিত বাংলাদেশ আরিফুল রশিদ, দৈনিক সংবাদ মনিরুজ্জামান সরকার, দৈনিক বাংলা শাহজাহান সাজু, সাপ্তাহিক আলোর মনি হেলাল হোসেন কবির, দৈনিক দেশবাংলা মাসুদ রানা রাশেদ, এশিয়ান টিভি, দৈনিক বাংলাবাজার পত্রিকা আশরাফুল ইসলাম দুলাল, দৈনিক মাতৃভূমির খবর শহিদ বাদশা, দৈনিক লাখো কন্ঠ আব্দুর রাজ্জাক, ডেইলী বাংলাদেশ আপডেট কে এম মাহমুদুল হাসান, আজকের বিজনেস বাংলাদেশ আশরাফুল হক, দৈনিক প্রতিদিনের সংবাদ জিন্নাতুল ইসলাম, দৈনিক আজকের বসুন্ধরা মিজানুর রহমান, দৈনিক আমার সংবাদ এস আর শরিফুল ইসলাম রতন।
এদিকে ঐতিহ্যবাহী এ সংগঠনে দীর্ঘদিন পর প্রতিষ্ঠিত গণমাধ্যমকর্মীদের সদস্য পদে মনোনীত করায় সকল সাংবাদিক ও সুশিল সমাজের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এদিকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রেসক্লাব লালমনিরহাট কার্যালয়ে প্রেসক্লাব লালমনিরহাটের নতুন সদস্য ফি =৫,০০০/- (পাঁচ হাজার টাকা মাত্র) প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব মোঃ লিয়াকত আলী এর হাতে জমা প্রদান করে জমা রশিদ গ্রহণ করেন দৈনিক দেশবাংলা লালমনিরহাট জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব লালমনিরহাটের নবাগত সদস্য মোঃ মাসুদ রানা রাশেদ।
উল্লেখ্য যে, প্রেসক্লাব লালমনিরহাট ১৯৮৪ইং খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.