:: জাকি ফারুকী :: এমন কি হতে পারে কবিতার সাদা পাতা
অপেক্ষায় থাকো,
মনে হবে শব্দেরা ভেসে উঠবে,
সময় হলে।
যেমন করে রেললাইনের ওপর দৃশ্যমান হয়
দুরাগত রেলগাড়ী।
জীবন ও বসন্তদিন যদি সমার্থক হয়
তাহলে সবুজ পাতার ক্লোরোফিল যে পোকা খেয়ে
নিজে সবুজ হয়, তাকে চেনা বড়ো দায়।
কবিতাটা তেমন করে মিশে আছে ধুসর কুয়াশার মেঘে।
মনে হয় হেঁটে আসি।
শক্তি নেই।
যতদুর হেঁটে যাবো, ততদুর ফিরে আসার শক্তি পাইনা
মনে হয় জগতসংসার ছোট হয়ে আসছে,
দীপক অনেক কিছু লিখতে চাই,
হয়না।
মনের পাতাটা সাদা,
সমস্ত পাতায় নিঃসঙ্গতা,
কোন কিছু দেখা যায় না।
মানুষের প্রত্যাশার মতো করে একটা দারুন কবিতা
যদি জেগে উঠতো, শব্দহীন আঁকাবুকির পাতায়?
টিনটনফলস্, নিউজার্সি।
১৯/২/২৪