লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকগণের করণীয় শীর্ষক মতবিনিময় ও নির্বাচনী এলাকা ১৮, লালমনিরহাট-৩ এর নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠান আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আব্দুল হাই-এর সভাপতিত্বে লুৎফর আহমেদ লিটন, মমতাজ বেগম, মিজানুর রহমান-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন দপ্তরীদের পক্ষে দুলাল উদ্দিন, আব্দুল মোন্নাফ, সহকারী শিক্ষকের পক্ষে রাসেল হোসেন, প্রধান শিক্ষকের পক্ষে দীনেশ চন্দ্র, রিয়াজ শহীদ সরকার, মিনতী রাণী সরকার, মোঃ ওবায়দুল ইসলাম মুকুল, আলেয়া ফেরদৌসী লাকী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী ভূঞাঁ, এমপি কন্যা নিশাত রিদওয়ানা সেঁজুতি, লালমনিরহাট সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, লালমনিরহাট সহকারী জেলা শিক্ষা অফিসার রিজওয়ানুল হক, লালমনিরহাট পিটিআইয়ের সহকারী সুপার আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার রানা, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, ১৮, লালমনিরহাট-৩ এর জাতীয় সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।