আগামী ২ মার্চ লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)র দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ (২০২৪-২০২৫) উপলক্ষ্যে পরিচালক পদে জমাকৃত সকল মনোনয়ন পত্র নির্বাচন বোর্ড-২০২৩ কর্তৃক আন্তরিকতার সাথে যাচাই বাছাই অন্তে বৈধ্য মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
এদের মধ্যে জেনারেল পরিচালক ১২জন ও এসোসিয়েট পরিচালক ৯জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন-২০২৩ এর চেয়ারম্যান এ্যাড. মোঃ হুমায়ুন কবীর মিঠুল সূত্রে জানা গেছে, জেনারেল পরিচালক পদে আলহাজ্ব শেখ আব্দুল হামিদ, আলহাজ্ব শাহ আলম শেখ, মোঃ সুমন খান, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, মোঃ আতিকুজ্জামান সোহাগ, মোঃ আওলাদ হোসেন লিটন, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবীর সওদাগর, মোঃ আবু বক্কর সিদ্দিক ও এসোসিয়েট পরিচালক মোঃ রাশেদুল হাসান রাশেদ, মোঃ মোড়ল হুমায়ুন কবীর, মোঃ জহুরুল ইসলাম টিটু, মোঃ শাহাদাত হোসেন বাবু, মোঃ রমজান আলী সুজন, মোঃ এনামুল হক, মোঃ কাওছার, মোঃ আতাউল্লাহ সরকার শরীফ, মোঃ সাইফুল ইসলাম হিরা।
তিনি আরও জানান, নির্বাচনে ১৮টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য ১৫জন, সহ-সভাপতি ১জন, সিনিয়র সহ-সভাপতি ১জন ও সভাপতি ১জন রয়েছে।
আরও জানা যায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে জেনারেল গ্রুপের পরিচালক পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে ১৮টি পরিচালক পদের মধ্যে জেনারেল গ্রুপের পরিচালক ১২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ও এসোসিয়েট গ্রুপের পরিচালক ৬জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হবেন। এখানে জেনারেল গ্রুপে মোট ভোটার সংখ্যা ৯শত ৫১জন ও এসোসিয়েট গ্রুপে মোট ভোটার সংখ্যা ৫শত ৭৫জন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.