আগামী ৯ মার্চ লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৫টি মনোনয়ন লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা পড়েছে।
এদের মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধার ১জন, কালীগঞ্জের ১জন ও লালমনিরহাট সদরের ৩জন।
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন- ফরিদুল ইসলাম, মোঃ আশরাফ হোসেন বাদল, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, মমতাজ আলী ও সফুরা বেগম।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এ উপ নির্বাচনের তফসিল মোতাবেক ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে।
প্রসঙ্গত, লালমনিরহাট জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী), মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি), আপিল দায়েরের তারিখ শুক্রবার-রবিবার (১৬-১৮ ফেব্রুয়ারি), আপিল নিষ্পত্তির তারিখ সোমবার-মঙ্গলবার (১৯-২০ ফেব্রুয়ার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী), প্রতীক বরাদ্দের তারিখ শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) এবং ভোটগ্রহণের তারিখ শনিবার (৯ মার্চ)।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.