লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আগামী ২ মার্চ অনুষ্ঠেয় দ্বি-বার্ষিক মেয়াদী পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৩ (২০২৪-২০২৫) অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন বোর্ড কর্তৃক বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪ এর নির্বাচন সংক্রান্ত বিধানমতে গঠিত ও ঘোষিত নির্বাচনী পূণঃতফসিল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে লালমনিরহাটের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এখন প্রতিটি চায়ের দোকানে চা চুম্বনের সঙ্গে টেবিল টকে পরিণত হয়েছে এ নির্বাচন। প্রার্থীরা ও তাদের অনুসারী-সমর্থক ব্যবসায়ীদের নিয়ে হতে যাচ্ছে প্যানেল।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ্যাড. মোঃ হুমায়ুন কবীর মিঠুল, সদস্য সচিব প্রতাপ চন্দ্র রায়, সদস্য প্রদীপ কুমার পোদ্দার, এ্যাড. মোঃ শফিকুল ইসলাম শফি সূত্রে জানা গেছে, নির্বাচনে ১৮টি পদের মধ্যে কার্যনির্বাহী সদস্য ১৫জন, সহ-সভাপতি ১জন, সিনিয়র সহ-সভাপতি ১জন ও সভাপতি ১জন রয়েছে। পূণঃতফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছবিসহ ও অন্যান্য কাগজাদিসহ জমাদানের শেষ তারিখ, ৩১ জানুয়ারি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ৩ ফেব্রুয়ারি প্রাথমিক ভোটার তালিকা সম্পর্কে আপীল বোর্ডের নিকট আপত্তি দাখিল, ৬ ফেব্রুয়ারি আপীল বোর্ড কর্তৃক শুনানী ও নিষ্পত্তি, ১০ ফেব্রুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১১ ও ১২ ফেব্রুয়ারি পরিচালক পদে মনোনয়নপত্র বিতরণ, ১৪ ফেব্রুয়ারি পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল, ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও বৈধভাবে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাতিল সম্পর্কে আপীল বোর্ডের নিকট আপত্তি দাখিল, ১৮ ফেব্রুয়ারি আপীল বোর্ড কর্তৃক শুনানী ও নিষ্পত্তি, ১৯ ফেব্রুয়ারি বৈধ মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, ২০ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২২ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, ২ মার্চ নির্বাচন অনুষ্ঠান, ভোট গণনা ও ফলাফল প্রকাশ, ৩ মার্চ নির্বাচন ফলাফলের বিরুদ্ধে আপীল বোর্ডের নিকট আপত্তি দাখিল, আপীল বোর্ড কর্তৃক শুনানী ও নিষ্পত্তি, নির্বাচিত পরিচালকদের চুড়ান্ত ফলাফল প্রকাশ, ৪ মার্চ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের মনোনয়নপত্র বাছাই, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের মনোনয়নপত্র প্রত্যাহার, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি পদের ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ হবে।
আরও জানা যায়, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে জেনারেল ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য যে, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে ১৮টি পরিচালক পদের মধ্যে জেনারেল গ্রুপের পরিচালক ১২জন ও এসোসিয়েট গ্রুপের পরিচালক ৬জন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হবেন। এখানে জেনারেল গ্রুপে মোট ভোটার সংখ্যা ৯শত ৫৪জন ও এসোসিয়েট গ্রুপে মোট ভোটার সংখ্যা ৫শত ৭৫জন।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ্যাড. মোঃ হুমায়ুন কবীর মিঠুল, সদস্য সচিব প্রতাপ চন্দ্র রায়, সদস্য প্রদীপ কুমার পোদ্দার, এ্যাড. মোঃ শফিকুল ইসলাম শফি জানান, এ নির্বাচনের পূণঃতফসিল মোতাবেক ২ মার্চ ভোট অনুষ্ঠিত হবে।