ভাষা আন্দোলনের ৭২বছর ও স্বাধীনতার ৫৩বছর পর্দাপন করলেও লালমনিরহাট জেলায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা)য় শহীদ মিনার নেই! ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’ গানটি সবার মনকে নাড়া দিয়ে তুলে। বাংলার আকাশে-বাতাসে সুর ও বেদনার শুভাস ছড়িয়ে যায়। ‘৫২-এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে খালি পায়ে শহীদ মিনারের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি আমরা। ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও তাঁদের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে হাত তুলে দোয়া করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে শহীদ মিনার দেখিয়ে বুঝিয়ে দিতে হয় ভাষা আন্দোলনের ইতিহাসের কথা যা শুনে তাঁদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় এবং আগ্রহ বাড়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ভবিষ্যৎ প্রজন্মের তাঁদের লেখাপড়ার জন্য প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। সেই সব শিক্ষা প্রতিষ্ঠান যদি শহীদ মিনার না থাকে তবে তাঁর বাংলা ভাষার সেই ‘৫২-এর ভাষা আন্দোলনের স্বাক্ষী শহীদ মিনার নেই। তাই সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবী।