:: জাকি ফারুকী :: রবীন্দ্রনাথ সব লিখে চলে গেছেন,
তাই এখন আর লিখে কিছু হবে না।
তাই এখন গ্রীষ্মে কুয়াশা খুঁজি,
সমুদ্রের বুকে সীগাল এর ডাক শুনে
আধাঁর রাতে সমুদ্রতটে একা কেঁপে উঠি, মানুষের জীবন এমন বহমান,
যা সমুদ্রের জলের চেয়েও অনেক বেগে ধাবমান।
তবু মনে হয় মরে যাই, বিশ্রামে যাই।
অনেক দুরের আকাশ থেকে খুঁজবো
পাহাড়ের ওপর ঘর,
সেই ঘরে গেরুয়া বসন ধারী ও কে বসে আছে আঁখিমেলে!
সবাই ভুলে গেছে,
সবাই ভুলে যায়।
বাবুপাড়ার কাশেম মামার সেই প্রেমিকা, যার জন্য চিরকুমার রয়ে গেলেন কাশেম মামা,
১৯৭১ এর যুদ্ধে যাকে গুলি করে মেরে দিলো সেনারা,
তাঁর স্মৃতি আজো ভেসে আছে মনে।
সবাই ভুলে যায়।
আমি প্রেম ভুলিনা।
১৫/১/২৪, জেরাল্ডটন, অস্ট্রেলিয়া।
(কাশেম মামার একটা ছবি কি যোগার করা যায়?)
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.