সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা জেলা পর্যায়ে সোমবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হবে। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা শুরু করেছে। লালমনিরহাট জেলায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই মৌখিক পরীক্ষা শুরু হবে।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩–এর লালমনিরহাট জেলার মৌখিক পরীক্ষা মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে রোববার (২৮ জানুয়ারি) পর্যন্ত অনুষ্ঠিত হবে।
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আদিতমারী ও হাতীবান্ধা উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
এ ছাড়া বুধবার (২৪ জানুয়ারি) থেকে রোববার (২৮ জানুয়ারি) হাতীবান্ধা, কালীগঞ্জ, লালমনিরহাট সদর ও পাটগ্রাম উপজেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিস, লালমনিরহাটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্রের নির্দেশাবলিতে বর্ণিত সব কাগজপত্র ও প্রমাণের মূল কপি সাক্ষাৎকার বোর্ডে উপস্থাপনের জন্য সঙ্গে নিয়ে আসতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর স্থায়ী ঠিকানা বরাবর ডাকযোগে প্রবেশপত্র ইস্যু করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.